সাদাকালো ছবিতে একটু খানি রঙয়ের ছোঁয়া


Photo Shope New

বিভিন্ন পত্র-পত্রিকা বা ব্লগ/ওয়েব সাইটে কিছু ছবি দেখতে পাই যে ছবির কিছু অংশ সাদা কালো আর কিছু অংশ রঙ্গিন, তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে ফটোশপ চালু করুন…
এবার Menubar থেকে File > Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি নিন…

নিচে দেখুন
01

এবার Layer প্যালেটের উপর রাইট বাটন ক্লিক করে Duplicate লেয়ার এ ক্লিক করুন,
অথবা কি-বোর্ড থেকে Ctrl+J চাপ দিন তাহলে ছবির এইটি লেয়ার তৈরি হবে।

নিচে দেখুন
03

এবার আমাদের Duplicate লেয়ার কে সাদাকালো করতে হলে Image > Adjustments > Desaturate ক্লিক করুন।
নিচে দেখুন
04

তাহলে ছবিটা সাদা কালো পরিণত হবে।

নিচে দেখুন

08

 এবার লেয়ার প্যালেটের নিচে Add Layer Mask এ ক্লিক করুন।

নিচে দেখুন
05

এবার টুলবারের Foreground Color (Black) কালো এবং Backrground Color (White) সাদা সিলেক্ট করুন তারপর ব্রাশ টুল সিলেক্ট করুন।

নিচে দেখুন
06

এবার নিজের ইচ্ছামত ব্রাশ সাইজ বাড়িয়ে নিন তারপর ছবির যেটুকু রঙ্গিন করতে চান সেটুকু মাউস দিয়ে ঘষুন।

নিচে দেখুন
Final

ফাইনাল আউটফুট দেখতে হলে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি।


Adobe photoshop দিয়ে ছবির নির্দিষ্ট অংশ কে high-light করুণ..................!!!

দামি ক্যামেরা দিয়ে ছবি তুললে , সহজেই ছবির নির্দিষ্ট অংশ কে হাই লাইট বা focus করা যায়। কিন্তু নরমাল বা ডিজিটাল মোবাইল ক্যামেরায় ছবি তোলার সময় এই সুবিধা পাওয়া যায় না। ফলে সম্পূর্ণ ছবি একই থাকে। কিন্তু আপনার যদি নির্দিষ্ট অংশ কে হাই লাইট করার দরকার হয় তাহলে কি করবেন। Adobe photoshop থাকতে চিন্তার কোন কারন আছে বলে মনে হয় না। তাহলে চলুন আজকে দেখি কিভাবে Adobe photoshop দিয়ে ছবির নির্দিষ্ট অংশ কে high-light বা focus করা যায়।

প্রথমে যে ছবিতে কাজ করতে চান সেটা ওপেন করুন । — file —> open— > আপনার কাংক্ষিত ছবি সিলেক্ট করুন। আমি একটা কাংক্ষিত ছবি নিলাম।
নিচে দেখুন




এখন tools থেকে polygonal lasso tool সিলেক্ট করুন।

নিচে দেখুন



তারপর যে অংশ হাইলাইট করতে চান সে অংশ সিলেক্ট করুন।
সিলেক্ট করা ভুল হলে কি বোর্ড থেকে Delete কি চাপেন।
সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।
এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন।
তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 5 দিন ok করুন।

নিচে দেখুন



আবার উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর inverse এ ক্লিক করুন ।
নিচে দেখুন



এখন ছবিটি বাইরের দিকে সিলেক্ট হবে।

নিচের চিত্রের মত



এখন মেনুবার এর filter–> blur—> gaussian blur এ ক্লিক করুন।

নিচে দেখুন



তারপরে একটা উইন্ডো আসবে এখানে আপনার পছন্দ মত Radius ঠিক করে নিয়ে ok দিন।
নিচে দেখুন




ফাইনালি আমার ছবিটা এরকম হয়েছে। আপনার টা আরও সুন্দর হবে আশা করি।

নিচে দেখুন









*************************************************************************************************

ফটোশপ ও ইলেস্ট্রেটর এর বই নিয়ে নিন.................!!!

বিছমিল্লাহির রাহমানির রাহীম
 
photoshop

যারা ওয়েবে কাজ করি তারা বেশির ভাগই মানুষ ফটোশপ ও ইলেস্ট্রেটর এ কাজ করে থাকি। কিন্তু কয়জনই বা ফটোশপ ও ইলেস্ট্রেটর এর কাজ জানি । আজ আমি আপনাদেরকে দুইটা বই দিব । এই দুইটা বই পড়ে আমরা ফটোশপ  ইলেস্ট্রেটর সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন। এই বইটা rar file এ আছে আপনারা estrack  করে তারপর পড়তে পারবেন।

http://www.mediafire.com/?jmu2wmbt4qtb38z

***********************************************************************************