PC Image Editor ব্যবহার করে আপনার ছবিকে দিন সুন্দর ইফেক্ট ।

ছবি ইডিট করার একটি মজার সফটওয়্যার যার নাম PC Image Editor এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি যে কোন ছবিকে দিতে পারেন নতুন নতুন ইফেক্ট । কোন ছবিকে সুন্দর করে তুলতে অবশ্যই দরকার একটি ভাল সফটওয়্যার । আর তাই আপনাদের জন্য শেয়ার করলাম একটি মানসম্পন্ন ছবি ইডিট করার সফটওয়্যার । এটি একটি সমপুর্ণ ফ্রি সফটওয়্যার । আপনাদের ব্যবহার করতে কোন অসুবিধা হবে না ।তাহলে দেরি না করে এখই নিয়ে নিন এই PC Image Editor সফটওয়্যারটি । সাইজ মাএ 6.19 মেগাবাইট ।
2013-06-15_105716
2013-06-15_103427এই সফটওয়্যারটির ব্যবহার বিধি অনেক সহজ । তাই আর বেশি কিছু আলোচনা করলাম না । আপনাদের ব্যবহার করার সময় যদি কোন অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

ডাউনলোড করতে এই ছবিতে ক্লিক করুন-↓ 6.19 MB

pc nayem


**********************************************************************************

ফটোশপের মাধ্যমে ছবিকে হাইলাইট করে তুলুন (উন্নত ও কার্যকর পদ্ধতিতে) ।।

ফটোশপের মাধ্যমে অনেক সময় ছবিকে হাইলাইট করার প্রয়োজন পরে। এরও অনেক উপায় রয়েছে। ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়ার মাধ্যমে এইটা করা যায়। তবে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল করার মাধ্যমে কিভাবে কোন বস্তু বা ছবিকে হাইলাইট করা যায় সেটাই আমি আপনাদের দেখাব। এই পদ্ধতিটা আগের চেয়ে অনেক উন্নত। উপায়টা আশা করি আপনাদের পছন্দ হবে। photoshop_logo_wallpaper_by_donycorreia-d428mfi
পোস্টঃ উন্নত ও কার্যকর পদ্ধতিতে ফটোশপের মাধ্যমে ছবিকে হাইলাইট করে তুলুন।। 
solution_logo

▣  প্রথমে ফটোশপ ওপেন করুন আর আপনার কাঙ্ক্ষিত ছবিটা ওপেন করুন। আমি নিচের এই ছবিটার গাড়িটাকে হাইলাইট করব।

2fb234141fbbb8d97533ebdfac2e1767

▣  কীবোর্ড থেকে P চাপুন অথবা টুলবার থেকে Pen Tool সিলেক্ট করুন।

1

▣  Pen Tool দিয়ে যে অংশটুকু হাইলাইট করতে চান সেটুকুন সিলেক্ট করুন। আমি এই গাড়ি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় যদি Fill হয়ে যায় তাহলে Layer বক্স থেকে Fill শূন্য করে দিন। ( যাদের Layer Box নেই তারা Windows >> Layer এ ক্লিক করে আনুন। )

  এবার উপরের মেনুবার থেকে Select >> Inverse এ ক্লিক করুন।

2

▣  এতে করে আপনার সিলেক্ট করা অংশের বাহিরের অংশটুকু সিলেক্ট হয়ে যাবে।এর পর আপনি Filter >> Distort >> Diffuse Glow এ যান।

3

▣  তাহলে নিচের মত একটা বক্স আসবে। নিচের ছবির মত আপনি মান গুল বসিয়ে দিন।তবে আপনার ছবির উপর নির্ভর করে আপনি মান পরিবর্তন করতে পারেন। 


4

▣  মান বসান হলে OK দিয়ে বেরিয়ে আসুন। তাহলে দেখুন আপনার ছবির একটা নির্দিষ্ট অংশ হাইলাইট হয়ে গেছে।

5

◐════════════════════════════════════════════◑
  বোঝার সুবিধার জন্য দুটার পার্থক্য দেখুন ◑ ◑ 
Moving-animated-eyes-finger-pointing-down
6

এভাবে আপনি ফটোশপ এর মাধ্যমে যেকোনো ছবি হাইলাইট করে তুলতে পারবেন। 

══════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗☯

ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স এ অ্যানিমেশন তৈরি করুন.......................

ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স অ্যানিমেশন বানানোর একটি কার্যকর সফটওয়্যার। স্থির লেখাকে চলমান করে তোলা যায় এই ফ্ল্যাশে।
লেখার অ্যানিমেশন করার জন্য প্রথমে ফ্ল্যাশ ফাইল খুলুন। এরপর ডকুমেন্ট প্রপার্টিজ থেকে উইন্ডো/স্টেজের আকার ঠিক করে দিন।
আমরা Animation লেখার অ্যানিমেশন তৈরি করব। এ কাজের জন্য টুলস থেকে Text Tool থেকে স্টেজে ক্লিক করুন এবং লিখুন Animation।
এবার টেক্সট মেনুতে ক্লিক করে ফন্টের নাম, ফন্টের আকার, ফন্টের স্টাইল ইত্যাদি নির্ধারণ করে দিন। টাইমলাইনে ১ নম্বর ফ্রেমে সবগুলো লেখা নির্ধারিত হয়েছে। এরপর ফ্রেমগুলো ১, ৫, ১০, ১৫, ২০ হিসেবে সাজানো আছে। ফ্রেম ১০-এ ক্লিক করুন এবং F6 চাপুন। দেখুন ফ্রেম ১০ পর্যন্ত লেখাটির স্থান নির্ধারিত হয়েছে।
এবার ফ্রেম ১-এ ডান ক্লিক করে Create Motion Tween-এ ক্লিক করুন এবং একইভাবে ফ্রেম ১০-এ মাউস দিয়ে টুইন করুন। ফ্রেম ১০ নির্বাচন করে Animation লেখাটি ধরে টেনে ডান দিকে নিচের কোণায় নিয়ে ছেড়ে দিন।
এবার Control মেনুতে ক্লিক করে Play-এ ক্লিক করলে বাম থেকে ডানে নিচের কোণার দিকে লেখাটি দ্রুত অ্যানিমেশন শুরু থাকবে।
পূর্বনির্ধারিত (ডিফল্ট) ফ্রেম রেট ১২ মুছে ৫ করে দিন, দেখুন ধীরে ধীরে অ্যানিমেশন হচ্ছে। ফ্রেম রেট অ্যানিমেশনের গতিকে নিয়ন্ত্রণ করে।
এরপর ফাইল মেনু থেকে পাবলিশ লেখায় ক্লিক করে লেখাটিকে পাবলিশ করতে হবে। অ্যানিমেশন দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও এন্টার চাপুন। ফাইল সেভ করুন।
সেভ করা ফাইল রেখেছেন সেখানে ফ্ল্যাশের মূল ফাইলের সঙ্গে আরেকটি ফাইল দেখা যাবে। এটা ফ্ল্যাশ মুভি ফাইল নামে পরিচিত। এতে দুই ক্লিক করলে অ্যানিমেশনটি দেখা যাবে।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! END !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!