ফটোশপের মাধ্যমে ছবিকে হাইলাইট করে তুলুন (উন্নত ও কার্যকর পদ্ধতিতে) ।।

ফটোশপের মাধ্যমে অনেক সময় ছবিকে হাইলাইট করার প্রয়োজন পরে। এরও অনেক উপায় রয়েছে। ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়ার মাধ্যমে এইটা করা যায়। তবে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল করার মাধ্যমে কিভাবে কোন বস্তু বা ছবিকে হাইলাইট করা যায় সেটাই আমি আপনাদের দেখাব। এই পদ্ধতিটা আগের চেয়ে অনেক উন্নত। উপায়টা আশা করি আপনাদের পছন্দ হবে। photoshop_logo_wallpaper_by_donycorreia-d428mfi
পোস্টঃ উন্নত ও কার্যকর পদ্ধতিতে ফটোশপের মাধ্যমে ছবিকে হাইলাইট করে তুলুন।। 
solution_logo

▣  প্রথমে ফটোশপ ওপেন করুন আর আপনার কাঙ্ক্ষিত ছবিটা ওপেন করুন। আমি নিচের এই ছবিটার গাড়িটাকে হাইলাইট করব।

2fb234141fbbb8d97533ebdfac2e1767

▣  কীবোর্ড থেকে P চাপুন অথবা টুলবার থেকে Pen Tool সিলেক্ট করুন।

1

▣  Pen Tool দিয়ে যে অংশটুকু হাইলাইট করতে চান সেটুকুন সিলেক্ট করুন। আমি এই গাড়ি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় যদি Fill হয়ে যায় তাহলে Layer বক্স থেকে Fill শূন্য করে দিন। ( যাদের Layer Box নেই তারা Windows >> Layer এ ক্লিক করে আনুন। )

  এবার উপরের মেনুবার থেকে Select >> Inverse এ ক্লিক করুন।

2

▣  এতে করে আপনার সিলেক্ট করা অংশের বাহিরের অংশটুকু সিলেক্ট হয়ে যাবে।এর পর আপনি Filter >> Distort >> Diffuse Glow এ যান।

3

▣  তাহলে নিচের মত একটা বক্স আসবে। নিচের ছবির মত আপনি মান গুল বসিয়ে দিন।তবে আপনার ছবির উপর নির্ভর করে আপনি মান পরিবর্তন করতে পারেন। 


4

▣  মান বসান হলে OK দিয়ে বেরিয়ে আসুন। তাহলে দেখুন আপনার ছবির একটা নির্দিষ্ট অংশ হাইলাইট হয়ে গেছে।

5

◐════════════════════════════════════════════◑
  বোঝার সুবিধার জন্য দুটার পার্থক্য দেখুন ◑ ◑ 
Moving-animated-eyes-finger-pointing-down
6

এভাবে আপনি ফটোশপ এর মাধ্যমে যেকোনো ছবি হাইলাইট করে তুলতে পারবেন। 

══════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗☯