ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন

বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য আমরা ফাইল ভাগাভাগি বা শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না। তবে বিকল্প উপায়ে অন্যান্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো—

মিডিয়াফায়ারট্রেন্ড: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.mediafire.com-এর যেকোনো ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াফায়ারের সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহূত এই সাইটটির ঠিকানা- www.mediafire.com

হটফাইল:জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.hotfile.com-এর ফাইল খুঁজে বের করতে পারবেন www.hotfile123.com ঠিকানার সাইটে গিয়ে ।

একের ভিতর তিন: www.rapidshare.com, www.hotfile.com ও www.megaupload.com তিনটি ফাইল শেয়ারিং সাইটের সার্চ ইঞ্জিন হিসেবে www.filecrop.com ঠিকানার সাইটটিকে ব্যবহার করা যাবে।