নিচের প্রোগ্রামিং সংকেতগুলো দেখুন:
f=open(“C:/pythonfile.txt”,”w”)
f.write(“This is written in test basis”)
(কতগুলো অক্ষর লেখা হয়েছে তা দেখাবে)
f.close()
filer=open(“C:/pythonfile.txt”,”r”)
filer.read(30)
আউটপুট দেবে: ‘This is written in test basis’
বুঝতেই পারছেন, পাইথনে ফাইলে লেখা ও পড়া কত সহজ। প্রথমে আপনি ফাইলটি খুলবেন open() কমান্ডের মাধ্যমে। দেখুন এতে দুটি প্যারামিটার রয়েছে। এর মধ্যে প্রথমটি ফাইলটি কোথায় সেভ হবে তা নির্দেশ করছে এবং দ্বিতীয়টি ফাইলটি যে লেখার জন্য খোলা হয়েছে, তা নির্দেশ করছে। write() কমান্ডের মাধ্যমে যেকোনো কিছু ফাইলে লিখতে পারবেন। read() দিয়ে যেকোনো লেখা পড়া সম্ভব, তবে কত অক্ষর পড়তে চান, তা বলে দিতে হবে। লক্ষ করুন, close() কমান্ডের মাধ্যমে কাজ শেষে ফাইল অবশ্যই বন্ধ করতে হবে।