মাল্টিমিডিয়ার আরও কিছু লাইব্রেরি ( পর্ব-২৩ )


গত তিন পর্বে আমরা অ্যানিমেশন এবং অডিও ফাইল নিয়ে কাজ করার জন্য কয়েকটি লাইব্রেরি ব্যবহার করেছিলাম। এ ছাড়া ভিডিও সম্পাদনা এবং ছবি নিয়ে অন্যান্য কাজের জন্য আরও জনপ্রিয় কিছু লাইব্রেরি রয়েছে। এ রকম কয়েকটি লাইব্রেরির নাম এবং কাজ সম্পর্কে আজ জানব।তবে এসব ব্যবহার করার জন্য পাইথনের ২ সংস্করণটি প্রয়োজন।

ওপেনসিভি: ওপেন সোর্স কম্পিউটার ভিশন নামের এই লাইব্রেরি দিয়ে শুধু পাইথনে নয়, অন্যান্য প্রোগ্রামিং ভাষাতেও বিভিন্ন কাজ করা যায়। মোশন ট্র্যাকিং, প্যাটার্ন রিকগনিশন ইত্যাদি কাজ করার জন্য এটি বেশ জনপ্রিয়। http://sourceforge.net/projects/ opencvlibrary/files/opencv-win/2.4.3/OpenCV-2.4.3.exe/download ঠিকানার ওয়েবসাইট থেকে এটি নামানো যাবে।

পাইমিডিয়া: এটি অনেক পুরোনো একটি লাইব্রেরি, তবে ভিডিও ফাইলে টুকিটাকি কাজের জন্য বেশ ভালো। নামানোর ঠিকানা:

www.lfd.uci.edu/~gohlke/pythonlibs/queofn3p/pymedia-1.3.7.3.win32-py2.7.exe

পাইএফএফএমপিইজি: পাইমিডিয়ার মতোই তবে নতুন ধরনের অনেক ফাইলে কাজ করার জন্য উপযুক্ত। ঠিকানা:

http://pyffmpeg.googlecode.com/files/pyffmpeg-2.0.win32.zip।