পাইথনে তারিখ বারের আদ্যোপান্ত ( পর্ব-১৮ )


আমাদের প্রায়ই তারিখ, বার ও সময় নিয়ে কাজ করতে হয়। পাইথনে প্রোগ্রাম লিখে কীভাবে প্রয়োজনমতো তারিখ, বার বা সময় বের করে নিতে হয় তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:

import datetime

print(datetime.datetime.today())

আউটপুট: আজকের তারিখ এবং এখন সময় কত তা মাইক্রোসেকেন্ড (এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ) পর্যন্ত দেখাবে।

print(datetime.date.today())

আউটপুট: শুধু আজকের তারিখ দেখাবে।

dt=datetime.datetime.today()

আউটপুট: এটি dt নামে একটি ভ্যারিয়েবলে তারিখ এবং সময় রাখবে।

dt.date()

আউটপুট: date() আসলে একটি ফাংশন, এটি ফাংশনটির প্যারামিটারগুলো দেখাবে।

dt.year

আউটপুট: শুধু বর্তমান বছর দেখাবে।

dt.month

আউটপুট: শুধু বর্তমান মাস দেখাবে।

dt.day

আউটপুট: শুধু মাসের আজকের দিন দেখাবে।

dt.time()

আউটপুট: time() ফাংশনটি র প্যারামিটারগুলো দেখাবে।

dt.hour

আউটপুট: এখন ঘণ্টা কত তা দেখাবে।

dt.minute

আউটপুট: এখন মিনিট কত তা দেখাবে।

dt.second

আউটপুট: এখন সেকেন্ড কত তা দেখাবে।

dt.microsecond

আউটপুট: এখন মাইক্রোসেকেন্ড কত তা দেখাবে।

এভাবে প্রয়োজনমতো আপনি সময় বের করে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই প্রথমে import datetime লিখতে ভুলবেন না।