বিনা এডিটিং এ কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার ফটোকে সাঁজাতে চাইলে !!!

এই সফটওয়্যার টি নিয়ে বেশি বকাবাধ্য করছিনা,দারুন একটি সফটওয়্যার যার তুলনা
নেই,এই সফটওয়্যার টির দেখা পাবেন একমাএ স্যামসং এর গ্ল্যাক্সি ফোনে তাও পুরো
সফটওয়্যার নেই,আছে মাএ ৮/১০ টা ফ্রেম, এখানে পাবেন পুরো সফটওয়্যার টি এবং
এটি ফ্রি ওয়্যার সফটওয়্যার, এটা আমার পক্ষে থেকে নয়, এর নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ
থেকে, আপডেট চাইলেই আপডেট করবেন এবং নিত্য নতুন অনেক কিছু এর মাজে এ্যাড
হবে দেখুন আমি নিচে ১টা ছবিকে ২টি ফ্রেম এর মাজে যুক্ত করলাম, একটা দিলাম গোলাপের
মাজে অন্যটি দিলাম রাস্তার ধারে বিশাল সাইজের এক অয়াল পেপার হিসেবে, সে টা কি ভাবে
সম্ভব, নাহ ভাই আমি কোন কেরামতি করি নাই এতে,আমি শুধুমাএ আমার ফটোকে এখানে
এ্যাড করেছি, এবং সেভ করেছি
তো আপনারা চাইলে ও করতে পারেন কেরামতি এডিটিং এই সফটওয়্যার টির মাধ্যমে
পিসিতে ইন্সটল শেষে আইকনে ক্লিক করে ওপেন করুন, এবং ক্লিক করুন  + এবার আপনার
ফটো কে সিলেক্ট করে নিয়ে আসুন এখানে এবং কাজ ও শেষ, এবার আপনি ফ্রেম পছন্দ করুন
এবং ছবিটা যদি বেশি বড় হয় অথ্যাৎ ছবির যে অংশ টুকু আপনি ফ্রেমের মাজে নিতে চান,
তাহলে ক্লিক করুন এডিট অরিজিনাল ইমেজ” এখানে আপনি আপনার ফটোর নির্ধারিত অংশ
সিলেক্ট করতে পারবেন, এটা প্রয়োজন পড়বে তখনি যখন আপনি আপনার ফটোকে মনের মত
করে সাঝাতে পারছেন না তখন এর প্রয়োজন অন্যথায় নয়,  ফটোকে সেভ করা জন্য আউটপুট
এ ক্লিক করে এক্সপোর্ট এ ক্লিক করলে সেভ অপশন দেখবেন এবং সেভ করে নেবেন।




নিছের লিংক টাকে কপি এন্ড পেস্ট করুন আপনার ব্রাইজারে এবং এন্টার দিন
এবার সেভ এবং ডাউনলোড করে নিন
www.funny-photo-maker.com/setup_funny_photo_maker.exe 


 ড্রপবক্স সমস্যা থাকাতে আমি এই সফটওয়্যার এর মেইন ওয়েভ থেকে লিংক টি সংযোজন করে দিলাম,