ছবির সাইজ কম বেশী বা রিসাইজ করতে (Light Image Resizer ব্যবহার করুন)

ছবির সাইজ কম বেশী বা রিসাইজ করার দারুন উপযোগী একটি ছোট সফট Light Image Resizer v4.4.1.2 Final মাত্র ৬.৭৮ মেগাবাইট। 
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Light Image Resizer v4.4.1.2 Final কে এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন সেট আপ ফাইল সহ ফুল ভার্সন করার জন্য কিজেন। প্রথমে সেট আপ ফাইল দিয়ে সেট আপ দিয়ে নিন এবং কিজেন এর থেকে সিরিয়াল কি নিয়ে এটিকে ফুল ভার্সন করে নিন। 
ডেস্কটপ আইকন থেকে Light Image Resizer 4 তে ডাবল ক্লিক করার পর নিচের চিত্রের মত পাবেন———-
 
l1
এর পর Next এ ক্লিক করুন ও ছবিকে সিলেক্ট করুন। এরপর নিচের চিত্রের মত আসবে এবার আপনি-
l2
১. এখান থেকে ছবিকে যে সাইজে রিসাইজ করতে চান বা কেটে নিতে চান তার বিভিন্ন অপশন পাবেন। পছন্দ মত অপশন আপনি ছবির জন্য ব্যবহার করতে পারেন।
২. এখানে আপনি ছবিতে ওয়াটারমার্ক ও বর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন।
৩. এখানে ক্লিক দিলেই ছবি রিসাইজ করার কাজ সম্পন্ন হবে।
======================================================================