স্ক্যানের এর সাথে সব কিছু পেতে চাইলে !

আমরা অনেকেই স্কিনার ব্যবহার করে থাকি, সেটা ব্যবাসায়ীক কাজে বা নিজের ভিবিন্ন কাজে আর যখন কোন ফটো বা ডকুমেন্ট স্কিন করে থাকি এবং ফটো যদি সাদা কালো হয়ে থাকে বা ফটোতে যদি কোন সমস্যা থাকে সেই ফটোকে ঠিক করতে ফটোশফ এর প্রয়োজন পড়ে,বা এই জাতীয় কোন সফটওয়্যার এর। আমি আপনাদের কে এমন একটি সফটওয়্যার এর সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি স্কিন করার সাথে সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার চাহিদা অনুজায়ী সব কিছু ঠিক করে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে,  এই সফটওয়্যার টি দারা আপনি চবির কোয়ালিটি, স্কিন রেজুলেশন, প্রিভিউ রেজুলেশন,মিডিয়া টাইপ,কালার + করা, কালার – করা, চবিকে পূর্বের অবস্তায় নিয়ে জাওয়া ভুল করে থাকলে, ব্রাইট নেস যোগ এবং বিয়োগ করা, ইত্যাদি সহ আরো অনেক কিছু পাবেন, সফটওয়্যার টি ফুল ভার্সন এবং সাইজ ৮.১০ এমবি।

কেউ কোন সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করতে পারেন (এই সফটওয়্যার বা এমন ধরনের সফটওয়্যার বর্তমানে লেটেস্ট কিছু স্কিনার এর সাথে সংযুক্ত আছে )
সফটওয়্যার ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
সফটওয়্যার সিরিয়াল কী ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।